তবে বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের দখলকৃত ২০ শতাংশ অঞ্চলে সম্পদের কিছু অংশ ব্যবহারের দাবি জানাবে মস্কো। মূলত শান্তি চুক্তির আওতায় এমন প্রস্তাব উত্থাপন করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
এদিকে যুদ্ধের কারণে ব্যবসা গুটিয়ে নেয়া পশ্চিমা প্রতিষ্ঠানগুলো আবারো রাশিয়ায় ফিরতে পারবে। তবে এক্ষেত্রে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতার জন্য বিশেষ সুবিধা দেয়া হবে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে।
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার আইন মোতাবেক বিষয়টি পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।