তাসমানিয়া দ্বীপের প্রত্যন্ত সমুদ্র সৈকতে অর্ধশত তিমির মৃত্যু

0

অস্ট্রেলিয়ায় তাসমানিয়া দ্বীপের একটি প্রত্যন্ত সমুদ্র সৈকতে আটকে পড়েছে দেড়শ'র বেশি তিমি। মারা গেছে অর্ধশত তিমি। তাসমানিয়ার উত্তর-পশ্চিমে আর্থার নদীর কাছে ডাঙায় আটকে যাওয়া ঝাঁকটির মধ্যে রয়েছে অন্তত ১৫৭টি তিমি।

প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগের তথ্য, এর মধ্যে ৯০টির মতো তিমি এখনও বেঁচে আছে। তিমিগুলোকে বাঁচাতে দ্রুত সাগরে ফেরত পাঠানোর চেষ্টা করছেন উদ্ধার কর্মীরা।

গেলো কয়েক বছর ধরেই রহস্যজনকভাবে ঝাঁকে ঝাঁকে তিমি ডাঙায় আটকে পড়ার ঘটনা ঘটছে। ২০২০ সালে প্রায় ৫শ' তিমির একটি দল উপকূলে ভেসে আসে, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ।

এএইচ