অস্ট্রেলিয়ায় তাসমানিয়া দ্বীপের একটি প্রত্যন্ত সমুদ্র সৈকতে আটকে পড়েছে দেড়শ'র বেশি তিমি। মারা গেছে অর্ধশত তিমি। তাসমানিয়ার উত্তর-পশ্চিমে আর্থার নদীর কাছে ডাঙায় আটকে যাওয়া ঝাঁকটির মধ্যে রয়েছে অন্তত ১৫৭টি তিমি।