বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু

.
বিদেশে এখন
0

বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও প্রায় ২০ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পাহাড়ি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ সময় বাসটি ৩ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়।

আহত ৪ শিশুসহ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাহাড়ি পথটি অনেক আকা-বাঁকা ছিল। বাসে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এএইচ