শান্তি আলোচনায় আসতে রাশিয়া-ইউক্রেনের সম্মতি

বিদেশে এখন
0

যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় আসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ ফোনালাপে উঠে আসে যুদ্ধবিরতির বিষয়।

ট্রাম্প জানান, ৯০ মিনিটের ফোনালাপের পর যুদ্ধের ইতি টানতে রাজি হয়েছেন পুতিন। এরপর তিনি কথা বলে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও।

এ সময় জেলেনস্কি বলেন, একমাত্র যুক্তরাষ্ট্রই রাশিয়াকে শান্তির পথে আনতে পারবে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও পুতিনের বৈঠক হতে পারে সৌদি আরবে। একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মস্কো ও ওয়াশিংটন।

অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে ১ ঘণ্টার আলাপে উঠে আসে ইউক্রেনের বিভিন্ন ইস্যু। তবে ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়া অনেকটা অসম্ভব বলে মন্তব্য করেন ট্রাম্প। এছাড়া, ন্যাটোতে তাদের যোগ দেয়াটা বাস্তবসম্মত বিষয় হবে না।

এএইচ