প্রথম সরকারি সফরে রোববার (২ ফেব্রুয়ারি) রিয়াদে পৌঁছান তিনি। সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে সৌদি যুবরাজ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আল-শারা।
জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা খাত নিয়ে আলোচনা করেছেন দু'নেতা। সিরিয়ার আড়াই দশকের স্বৈরশাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের আকস্মিক উত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেন আল-শারা।
নিষিদ্ধঘোষিত আল-কায়েদার এককালের সহযোগী এই নেতা ক্ষমতা গ্রহণের পর থেকে আরব ও পশ্চিমা নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করেছে দামেস্কের নতুন প্রশাসন।