চীনা বসন্ত উৎসবের রং লেগেছে পশ্চিমা বিশ্বেও

বিদেশে এখন
0

চীনা বসন্ত উৎসবের রং লেগেছে পশ্চিমা বিশ্বেও। লুনার নিউ ইয়ার বা চান্দ্রবর্ষ বরণে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূত্র বসবাসরত চীনা নাগরিকরা। অভিনব থিম আর বিচিত্র আয়োজনে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেরুর লিমা, রাশিয়ার মস্কো, অস্ট্রেলিয়ার সিডনি আর কিউবার হাভানার মতো প্রধান শহরগুলো।

আতশবাজির শব্দে কান পাতা যাচ্ছে না অথচ সেই দৃশ্য উপভোগ করতে রাস্তার দু'পাশে ভিড় করছে উৎসুক জনতা।

দৃশ্যটি যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্কের। ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া চীনের চান্দ্রবর্ষ উদযাপনে সামিল খোদ নিউ ইয়র্কাররা। উৎসবের আমেজ পুরো চায়না টাউনজুড়ে। চীনারা বিশ্বাস করে বাজির শব্দে মন্দভাগ্য দূর হয়। তাই, লুনার নিউ ইয়ার উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ক্র্যাকার পুড়িয়ে চান্দ্র বর্ষবরণে মেতেছে যুক্তরাষ্ট্রের চীনা সম্প্রদায়।

চীনা সম্প্রদায়ের একজন বলেন, ‘বাজির শব্দ বয়স্কদের জন্য সৌভাগ্য বয়ে আনে। তাদের মন্দভাগ্য দূর হয়ে যায়।’

আরেকজন বলেন, ‘এবারের চান্দ্রবর্ষ মূলত সর্পবর্ষ। এর অর্থ উন্নতি, উন্নতি আর উন্নতি। দেখবেন, সাপ শুধু সামনের দিকে এগিয়ে যায়।’

প্রথা অনুযায়ী, চান্দ্র রাশিচক্রের ১২টি প্রাণির মধ্যে এবার বেছে নেয়া হয়েছে সাপকে। চীনাদের বিশ্বাস এবারের চান্দ্রবর্ষ পুনরুত্থানের বার্তা নিয়ে এসেছে। চীনা কমিউনিটির সদস্যরা বলছেন, সাপ যেভাবে জীর্ণ পুরাতন খোলস থেকে বের হয়ে আসে, সেভাবেই নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে বিশ্ববাসী।

চান্দ্রবর্ষ উদযাপন উপলক্ষ্যে এবারই প্রথম স্কুল-কলেজ ছুটি দিয়েছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্ক ছাড়াও বেশ কয়েকটি জায়গায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স।

চান্দ্রবর্ষের আমেজ পৌঁছেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায়। সিংহের সাজে সেজে র‌্যালি করেছে স্থানীয় চীনা সম্প্রদায়ের বাসিন্দারা। তাও ইস্ট তুং শিং মন্দিরে জড়ো হয়ে চীনা যুদ্ধের দেবতা কুয়ান কং-এর দর্শন করেন অনেকেই। পেরুর মোট জনসংখ্যার ১০ ভাগই চীনা বংশোদ্ভূত হওয়ার দেশটিতে চীনা বসন্ত উৎসবের আয়োজন বরাবরই বিশ্বের নজর কেড়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোতে চান্দ্রবর্ষ বরণের মূল আকর্ষণ ছিল চীনা থিমে সাজানো মার্কেট আর ড্রাগন ড্যান্স। বর্ষবরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা। চীনা কমিউনিটির জন্য ম্যান্ডারিন ভাষায় নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

চান্দ্রবর্ষ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতেও চলছে উৎসবের আবহ। সিডিনির রাস্তায় মানুষের ঢল দেখে বোঝার উপায় ছিল না কারা আয়োজক আর কারা দর্শণার্থী।

আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, জার্মানির মতো দেশের বিশেষ শিল্প নিদর্শন উপস্থাপন করে অভিনব উপায়ে চীনা বসন্ত বরণ উৎসব পালন করেছে হংকংয়ের পর্যটন বিভাগ।

ইএ