বিদেশে এখন
0

ফের ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

শনিবার (২৬ জানুয়ারি) ফের ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং।

বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। কিম জং উন বলেন, 'গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধাস্ত্র ঠিকঠাক আছে কিনা তা দেখতেই এ পরীক্ষা চালানো হয়েছে।'

ক্ষেপণাস্ত্রটি ১৫শ' কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে সক্ষম। মিসাইলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পানি থেকে ভূমিতে আঘাত করতে পারে এটি। 

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪ টার দিকে তাদের পশ্চিম উপকূলে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। আর এ নিয়ে বেশ উদ্বিগ্ন সিউল।

ইএ