নিষেধাজ্ঞার পাশাপাশি রুশ পণ্য বাড়তি শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি। যদিও কোন কোন খাতে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা নিশ্চিত করেননি ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, ‘তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার আগেই থামিয়ে দিতেন।’
এছাড়াও যুদ্ধকবলিত ইউক্রেনে বরাদ্দ বাড়াতে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নেরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মস্কোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।
যদিও, মার্কিন প্রেসিডেন্টের এমন নিষেধাজ্ঞার হুমকিতে মস্কো মোটেও বিচলিত নয় উল্লেখ করে ক্রেমলিন বলেছে, রাশিয়ার অর্থনীতি আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে।