বিদেশে এখন
0

আবারো ঝড়ো বাতাসে জ্বলে উঠতে পারে আগুন

দানবীয় দাবানলের প্রকোপ কাটতে না কাটতেই আবারও ঝড়ো বাতাসে জ্বলে উঠতে পারে আগুন, এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) জন্য লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে লাল সতর্কতা। সান্তা আনা বাতাস আবারও ফিরে আসতে পারে ঘণ্টায় ১০০ মাইল বেগে।

সেক্ষেত্রে আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দাবানল। ঝুঁকিতে রয়েছে গ্লেন্ডেল, অক্সনার্ড, সান্তা ক্লারিতা, পাল্মদেল, কালিফ ও লস অ্যাঞ্জেলেস।

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ক্যালিফোর্নিয়া পরিদর্শনে যাবেন। এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দাবানল।

এর আগে অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ইটন আর প্যালিসেডস দাবানলে ২ হাজার থেকে ৩ হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইএ