লস অ্যাঞ্জেলেসে নতুন করে তিন এলাকায় দাবানলের আশঙ্কা

0

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সক্রিয় ৬টি দাবানলের মধ্যে ২টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে আরও ৩টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট।

সিএনএন জানায়, আর্চার ও লিডিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে দাবানল।

এছাড়া, প্যালিসেডস ও ইটনের প্রায় ৯০ শতাংশ এলাকা এখনও দাবানলের দখলে। কেনেথ, হারস্ট, প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে ৩৮ হাজার ২৭৬ একরেরও বেশি অঞ্চলে।

৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক এই দাবানলে এখনও পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ অন্তত ১৩ জন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে, আগুনে পুড়ে ছাই হয়েছে ১২ হাজারেরও বেশি ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো।

আগামী বুধবার পর্যন্ত বাতাসের তীব্রতা অপরিবর্তিত থাকতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।


সেজু