স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গুলি চালানোর আগে রেস্তোরাঁয় বেশ হট্টগোলের শব্দ পাওয়া যায়। সেখানে বেশ কয়েকজন জড়ো হয়। সন্দেহভাজন বন্দুকধারী রেস্তোরাঁ থেকে বের হয়ে রাস্তায় এসে দুই শিশুকে গুলি করে।
এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সন্দেহভাজন হামলাকারীর সন্ধানে এরই মধ্যে বিশেষ পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিট কাজ শুরু করেছে।
মন্টিনিগ্রোতে এ ধরনের গুলির ঘটনা বিরল। দেশটিতে রয়েছে কঠোর বন্দুক আইন।