চার ঘণ্টা পর চট্টগ্রামে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা | ছবি: সংগৃহীত
0

চার ঘণ্টা অভিযানের পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশুটিকে। উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয়েছে রাউজান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পড়ে যাওয়া শিশুটির নাম মিসবাহ।

এর আগে, আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে একটি গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিলো মিসবাহ। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে করেছে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধারে যোগ দেয়।

ইএ