বিদেশে এখন
0

এবার তোপের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু

প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার তোপের মুখে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু। এবার হান ডাক সু'র অভিশংসনের জন্য ভোটাভুটি হয়েছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে।

৩শ' ভোটের মধ্যে তার অভিশংসনের জন্য ভোট পড়েছে ১৯২ টি। যদিও এই ভোটকে অবৈধ ঘোষণা করে পার্লামেন্টেই বিক্ষোভ করেছেন ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টিস সদস্যরা।

দেশে হঠাৎ করে মার্শাল ল জারির পর গেলো ১৪ ডিসেম্বর ইউন সুক ইওলের অভিশংসনের জন্য ভোটাভুটি হয়।

এরপর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন হান ডাক সু। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তার অভিশংসনের জন্য ভোটাভুটির দাবি তোলে বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত জানায়, প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের প্রক্রিয়া গুরুত্বের সঙ্গে দেখবে তারা।

ইএ