জার্মানির সাংবিধানিক আদালতে চলছে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি। বাদী-বিবাদী ও আইনজীবী সবাই হাজির। তবে বিচারকদের পদচারণার সঙ্গে চমকে উঠলেন সবাই। কারণ কালোর পরিবর্তে বিচারকদের শরীরে শোভা পাচ্ছে লাল-সাদা রঙের পোশাক। যা জানান দিচ্ছে, দুয়ারে কড়া নাড়ছে বড়দিন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে বিশেষ আয়োজনের পাশাপাশি চলছে বিচিত্র কার্যক্রম। এই যেমন যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১ লাখ ২০ হাজার গ্যালন পানি ভর্তি অ্যাকুয়ারিয়ামে ভেসে বেড়াচ্ছে সান্তা। মাছের সঙ্গে সান্তার সাঁতরানোর এই আয়োজন চলছে ১৫ বছর ধরে। দর্শনার্থীদের আনন্দ দেয়ার পাশাপাশি এমন কার্যক্রমের লক্ষ্য পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
মধ্য লন্ডনের রাস্তায় দেখা গেছে সান্তার আধিপত্য। ১২শ সাইকেলে চড়ে পাল মল থেকে বাকিংহাম প্রাসাদ পর্যন্ত বিস্তৃত ছিল এই যাত্রা। তবে নিছক আনন্দের জন্য নয়, এর পেছনে ছিল মহৎ উদ্দেশ্য। ১০ম বারের মতো এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিশুদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ।
আয়োজকের একজন বলেন,‘১০ বছর আগে আমরা এটা শুরু করেছিলাম। টমি নামের এক শিশু হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি ছিল। তখন থেকেই আমরা লন্ডনে দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ শুরু করি।লন্ডনের জনগণ অসাধারণ। তারা দয়ালু, দানের বিষয়ে কার্পণ্য করে না। একটু বিরতি নিচ্ছি। পুরো যাত্রাই ভালো ছিল।’
জনপ্রিয় ফ্যাশন রিটেইলার শেইনের উদ্যোগে লিভারপুলে চলছে বিশেষ ক্রিসমাস বাস। দুই সপ্তাহের ট্যুরে বাসটি ঘুরবে যুক্তরাজ্যের ১৪টি বড় শহর। খেলার মাধ্যমে প্রতিষ্ঠানটির তৈরি করা পোশাক, প্রসাধনী পণ্য ও আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।
৯ম বারের মতো রান সান্তা ক্লজ ম্যারাথনের আয়োজন করা হয়েছে কসভোর রাজধানী প্রিস্টিনায়। মুসলিমদের শহরে সান্তার পোশাকে এই দৌড়ের মাধ্যমে সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিয়েছেন অংশগ্রহণকারীরা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও ছিল একই ধরনের আয়োজন। ৩ হাজার অংশগ্রহণকারীদের মধ্যে নারী, পুরুষ ও শিশুর পাশাপাশি ছিল পোষা প্রাণীও। এসময় দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ করা হয়।
রাতের বার্সেলোনা শহর ছিল মোটরবাইকার কয়েকশ সান্তার দখলে। নিজের পাশাপাশি দুই চাকার বাহনটিকে সজ্জিত করেন অনেকে। কাতালোনিয়ার রাজধানীতে মোটরবাইক প্যারেড পরিবার পরিজন নিয়ে উপভোগ করেন শহরটির বাসিন্দারা।
আইস স্কেটিংয়ের আয়োজন ছিল আমস্টারডামে। বড়দিন উপলক্ষ্যে নেদারল্যান্ডের রাজধানীকে আলোকসজ্জিত করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ক্রিসমাস মার্কেট। বর্ণিল আলোকছটার মাধ্যমে বড়দিনকে স্বাগত জানাতে প্রস্তুত সিডনির বাসিন্দারা। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে সান্তার পুতুল। ঐতিহাসিক স্থাপনাগুলো ছেয়েছে রংবেরঙের আলোয়। অপূর্ব এই রাতের শহরকে দেখতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে।