বিদেশে এখন
0

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ১০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা জেফ বেজোসের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ১০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস।

শুধু তাই নয় ট্রাম্পের এই অভিষেক অনুষ্ঠান অনলাইনে স্ট্রিম করারও পরিকল্পনা আছে অ্যামাজন প্রাইম ভিডিওর। সেখান থেকে আরও ১০ লাখ ডলার আয়ের সম্ভাবনা আছে বলে নিশ্চিত করেন অ্যামাজনের প্রধান নির্বাহী।

সিএনএনের প্রতিবেদন বলছে, এ উপলক্ষ্যে আগামী সপ্তাহে ট্রাম্পের সাথে দেখা করতে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে যাবেন বেজোস।

যদিও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, আগের শাসনামলে ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন এই জেফ বেজোস।

এর আগে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একই অঙ্কের অনুদান দেয়ার ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ইএ