বিদেশে এখন
0

শীর্ষ দপ্তরে আস্থাভাজন ও অনভিজ্ঞদের নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

বিশ্লেষকদের উদ্বেগ প্রকাশ

মানবপাচার ও মাদক গ্রহণে অভিযুক্ত ম্যাট গেটজকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা কার্যক্রম বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ডেমোক্র্যাট নেতা তুলসি গ্যাবার্ডকে। যিনি এখন ট্রাম্পের আস্থাভাজন। অন্যদিকে গুঞ্জনকে সত্যি করে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন মার্কো রুবিও। আস্থাভাজন ও অনভিজ্ঞ ব্যক্তিদের শীর্ষ দপ্তরে নিয়োগকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা।

চমক দিতে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এবারের চমকে কিছুটা উদ্বেগ দেখা দিচ্ছে মার্কিনিদের মনে। কারণ একের পর এক অনভিজ্ঞ ব্যক্তিদের নতুন মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন রিপাবলিকান এই নেতা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটজকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত ৪২ বছর বয়সী এই কংগ্রেসম্যান কখনো প্রসিকিউটর হিসেবে কাজ করেননি। এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই। উল্টো অভিযোগ রয়েছে যৌন কাজের জন্য মানবপাচার, নারীদের সঙ্গে অসদাচরণ ও মাদক গ্রহণের।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প জানান, সরকারকে অস্ত্রে পরিণত করা বন্ধ করবেন গেটজ। পাশাপাশি সীমান্ত সুরক্ষার মাধ্যমে বিচারবিভাগের প্রতি জনগণের আস্থা ফেরাবেন তিনি।

জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ডেমোক্র্যাট নেতা তুলসি গ্যাবার্ডকে। গোয়েন্দা কার্যক্রম বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও তুলসিকে সামলাতে হবে ১৮টি গোয়েন্দা সংস্থা। ডেমোক্র্যাটদের যুদ্ধনীতি নিয়ে সরব এই নেতা ২০২২ সালে দল থেকে পদত্যাগ করেন। ধীরে ধীরে পরিণত হন ট্রাম্পের আস্থাভাজন হিসেবে।

একইদিনে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে সিনেটর মার্কো রুবিওকে। চীন, কিউবা ও ইরান বিদ্বেষী হিসেবে পরিচিত ফ্লোরিডার এই আইনপ্রণেতা। বর্তমানে সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে দায়িত্ব পালন করছেন তিনি। ইউক্রেনকে সহায়তা বন্ধ করে এই অর্থ ইসরাইলকে দেয়ার পক্ষে বেশ কয়েকবার জোর দেন রুবিও। আস্থাভাজন ও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠনকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের ধারণা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার জন্য আরো চমক রেখে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

এএইচ