বিদেশে এখন
0

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটি কাটাতে ডেলাওয়্যারে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটি কাটাতে ডেলাওয়্যারে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাইডেন।

গেল শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় বৈঠক করবেন দুইজন।

একইদিনে মেলানিয়া ট্রাম্পকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

মার্কিন নির্বাচনের ফল প্রকাশের পরদিনই ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান জো বাইডেন।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি। ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

ইএ