বিদেশে এখন
0

শান্তিতে নোবেল পেয়েছে জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছে জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদানকিও। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা চেষ্টার পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানটি এ পুরস্কার পেয়েছে। আজ (শুক্রবার, ১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

হিবাকুশা নামে পরিচিত এই সংগঠনটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় যারা বেঁচে যান বা কোনো ভাবে প্রভাবিত হয়েছেন, তাদেরকে সামগ্রিকভাবে ‘হিবাকুশা’ বলা হয়। মূলত হিবাকুশাদের নিয়েই কাজ করে এই সংগঠনটি।

সংগঠনটির অপর অর্জন হিসেবে নোবেল কমিটি উল্লেখ করে, তারা এই বিপর্যয়কে নিজের চোখে দেখে আসা প্রত্যক্ষদর্শীদের বয়ান সবার সামনে তুলে ধরেছেন, যা থেকে বিশ্ববাসী বুঝতে পেরেছে, এ ধরনের অস্ত্র আর কখনোই ব্যবহার করা উচিত হবে না।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি। আর প্রতিষ্ঠান ৮৯ টি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর