এযাবৎকালের সবচেয়ে বড় সামরিক হামলার কবলে ইসরাইলি ভূখণ্ড। মঙ্গলবার ইরান ১৮০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছি বলে জানিয়েছে তেলআবিব। ইসরাইলের দিক থেকে নতুন করে কোনো উসকানি না এলে আপাতত হামলা শেষ বলে বুধবার (২ অক্টোবর) ভোরে জানিয়েছে তেহরান।
তবে অস্ত্রের লড়াই স্থগিত হলেও বাগযুদ্ধ তীব্র হয়েছে দুই পক্ষের মধ্যে। হামলার জন্য ইরানকে মাশুল গুণতে হবে, হুঁশিয়ারি ইসরাইলের। আর ইসরাইল পালটা হামলা চালালে আরও শক্ত জবাব দেয়ার হুমকি ইরানের।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘বড় ভুল করেছে ইরান। এর জন্য মাশুলও গুণতে হবে চড়া। আত্মরক্ষায় এবং শত্রুপক্ষকে জবাব দিতে আমাদের লক্ষ্য কতোটা দৃঢ়, তা এখনও বুঝতে পারেনি দেশটি। তবে বুঝবে। নিজেদের লক্ষ্যে অবিচল থাকবো আমরা। যেই আঘাত করবে, তাকে পাল্টা আঘাত করবো।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, ‘ইহুদি দখলদারদের উন্মাদনা যদি যুক্তরাষ্ট্র-ইউরোপ নিয়ন্ত্রণ করতে না পারে, অপরাধের পর অপরাধ করতে থাকে, আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় আঘাত বন্ধ না করে, তাহলে এই অভিযানের পুনরাবৃত্তি ঘটবে আরও কয়েক গুণ শক্তিতে। হামলা হবে তাদের সব অবকাঠামোতে।’
মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।