বিদেশে এখন
0

হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্য

হ্যারিকেন হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, জর্জিয়াসহ ৬টি অঙ্গরাজ্য। প্রাণহানি বেড়ে বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। এরমধ্যে নর্থ ক্যারোলাইনার একটি কাউন্টিতেই মারা গেছেন অন্তত ৩০ জন। রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি সেতুও কালভার্ট ভেঙে পড়ায় বিঘ্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঝড়ের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ হাজার ৫শ' থেকে ১১ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, হ্যারিকেন জনের প্রভাবে মেক্সিকোতে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। অন্যদিকে, নেপালে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।

হ্যারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনার জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম বিঘ্নিত হচ্ছে। বন্ধ আছে বেশিরভাগ গ্যাস স্টেশন। পর্যাপ্ত জ্বালানি না থাকায় চলাচলে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয়রা জানান, 'যখন আপনি গ্যাসোলিন কিনতে পারবেন না, তখন আপনি কোথাও যেতেও পারবেন না। কিছু কিনতে পারবেন না। যদিও বাজার-ঘাট সব বন্ধ। কিন্তু এই সবকিছু নির্ভর করছে এই গ্যাস স্টেশনগুলো কখন সচল হবে তার ওপর। পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে।'

দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ১৪০টি অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র চালু করেছেন আমেরিকান রেড ক্রস। শুধু নর্থ ক্যারোলাইনায় ২ হাজার গৃহহীন বাসিন্দার রক্ষণাবেক্ষণ করছেন তারা। অঙ্গরাজ্যটিতে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর রয় কুপার। বলেন, 'বন্যা ও ভূমিধসে মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের স্টেটে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটি আরও বাড়বে বলে আশঙ্কা করছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।'

হ্যারিকেন হেলেনের প্রভাব কাটিয়ে দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান ও সংস্কার কার্যক্রম শুরু করেছে ফ্লোরিডা। পাসকো কাউন্টির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দেখা করে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন গভর্নর রন ডিস্যান্টিস। আর ফ্লোরিডায় হারিকেনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সদস্যদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক। এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে বলতে পারছি না। ফিমার উপদেষ্টাদের ফ্লোরিডায় পাঠানো হয়েছে। কারণ স্থানীয়দের তথ্যের সাথে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্যের কিছু পার্থক্য আছে।'

অন্যদিকে, মেক্সিকোর প্যাসিফিক কোস্টে পর পর দুইবার আঘাত হেনেছে হ্যারিকেন জন। গেল বছর অক্টোবরে, হারিকেন ওটিসের তাণ্ডব দেখেছিলেন মেক্সিকানরা। বছর ঘুরতে না ঘুরতে আবারও বৈরি আবহাওয়ার কবলে দেশটি। ক্ষয়ক্ষতি মোকাবিলা ও উদ্ধার অভিযানের জন্য ১৮ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৫ হাজারেরও বেশি বাসিন্দাকে। এছাড়া, অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন অন্তত ৪ হাজার গৃহহীন বাসিন্দা। তবে রোববার থেকে উপকূলীয় এলাকায় বন্যার পানি নামতে শুরু করছে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে, নেপালে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৭ জন। সড়ক পথে বন্ধ আছে যান চলাচল। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটির বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ভেঙে পরেছে ব্রিজ ও কালভার্ট। বর্ষা মৌসুমের শেষ সপ্তাহে অতিভারি বৃষ্টির কারণে এমন দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর