উত্তর আমেরিকা
বিদেশে এখন
Print Article
Copy To Clipboard
0
নিয়ম মেনেই প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব হস্তান্তর হবে: লয়েড অস্টিন
পেশাগত নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন। বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিরক্ষা বিভাগ থেকে কাকে অপসারণ করবেন আর কাকে নিয়োগ দেবেন- এ নিয়ে জল ঘোলা করা উচিত হবে না।’ এদিকে, পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করতে অ্যাম্বাসেডর স্টিফেন মিউলকে নিয়োগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি আরো জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা, ইউক্রেনে সহায়তা পাঠানো এবং মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে কাজ চালিয়ে যাবে পররাষ্ট্র দপ্তর।
এএম
এই সম্পর্কিত অন্যান্য খবর