বিদেশে এখন
0

রাশিয়ার ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের

রাশিয়ার ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি করেছে ইউক্রেন। আড়াই বছর ধরে চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে মস্কোর বিরুদ্ধে এটাই কিয়েভের সবচেয়ে বড় পাল্টা হামলা বলে দাবি করছে বিশ্বের গণমাধ্যমগুলো।

ইউক্রেনীয় সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে টানা ৭ দিন জোরালো হামলা চলানোর পর এই বিশেষ অপারেশন সফল হয়েছে।

রাশিয়ার সীমান্তে সফল একটি হামলার চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার স্বার্থের জন্য একের পর এক স্বাধীন ভূখণ্ডে যুদ্ধ ঘোষণা করেছে। এবার মস্কোকে সেই মূল্য পরিশোধ করতে হবে।

জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, কিয়েভের এই হামলা এক ধরণের উসকানি। ইউক্রেনীয় সেনাদের কড়া জবার দিতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর