গত ২৬ জুলাই সৌদি আরব ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় পর্দা উঠে জেদ্দা সিজনের। ভারতের জনপ্রিয় শিল্পী সালমান আলী, নিকি গান্ধী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় সৌদি আরবের সবচেয়ে বড় এশিয়ান কনসার্ট। বিশাল এই আয়োজন দেখে উল্লসিত দর্শকরা।
জেদ্দা সিজনে অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান ,বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ,সুদান, শ্রীলঙ্কা , সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ।
আগামী ৯ আগস্ট যৌথভাবে গান পরিবেশন করবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা। বাংলাদেশের শিল্পী ইমরান, পড়শি ও ফারজানা আক্তার গান পরিবেশন করবেন।
সৌদি সরকারের এমন আয়োজনে খুশি প্রবাসীরা। বাংলাদেশের কৃষ্টি কালচার ও সাংস্কৃতিক আয়োজন দেখার অপেক্ষায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।





