বিদেশে এখন
0

এবার চীনে আঘাত হানলো টাইফুন গায়েমি

তাইওয়ান ও ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞ চালিয়ে চীনে আঘাত হানলো টাইফুন গায়েমি। দেশটির ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়ার আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় আড়াই লাখ বাসিন্দাকে।

টাইফুনের কারণে বন্ধ আছে দক্ষিণের প্রদেশটির সড়ক, নৌ, আকাশ ও রেল যোগাযোগ ব্যবস্থা। ভারিবৃষ্টির কারণে ফুজিয়ান ও বেইজিংসহ ১০টি প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

এর আগে টাইফুন গায়েমির আঘাতে তাইওয়ান ও ফিলিপিন্সে প্রাণ হারাণ কমপক্ষে ২৫ জন। তাইওয়ানে একদিনে রেকর্ড করা হয়েছে ১ হাজার ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত। দেশটির ৫ লাখ বাড়ি এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বন্যায় তলিয়ে গেছে অধিকাংশ এলাকা।

এদিকে টাইফুনের কারণে ফিলিপিন্স উপকূলে ডুবে গেছে একটি তেলবাহী জাহাজ। এতে ১৫ লাখ লিটার তেল সমুদ্রে ছড়িয়ে যাবার শঙ্কা করছে কর্তৃপক্ষ। বৈরি আবহাওয়ার কারণে এখনও জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়।

এসএস