বিদেশে এখন
0

সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

গুলিতে আহত হওয়ার পরও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন যোগ দিতে রোববার (১৪ জুলাই) মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার দিনব্যাপী এই সম্মেলনটি দেশটির স্থানীয় সময় সোমবার শুরুর কথা রয়েছে।

সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে পাচ্ছেন তার নামও প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শনিবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা করায় তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিসের আরএনসি সমন্বয়কারী অড্রে গিবসন-সিচিনো।

তিনি বলেন, ‘এই সম্মেলন ঘিরে যে নিরাপত্তা পরিকল্পনা রয়েছে তাতে আমরা আত্মবিশ্বাসী। কারণ আমরা এই ইভেন্টের সাথে সম্পর্কিত সব দিক বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে ১৮ মাস ধরে কাজ করেছি।’

রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন ঘিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বস্তিবোধ বোধ করেছেন মিলওয়াকির বাসিন্দারা।

এক বাসিন্দা বলেন, ‘আমি বেশ নিরাপদ বোধ করছি। আমি জানি যে নিরাপত্তা ব্যবস্থাগুলো খানিকটা বাড়ানো হয়েছে। তাই আমি বেশ আত্মবিশ্বাসী।’

মিলওয়াকির আরেক বাসিন্দা বলেছেন, আমি মনে করি তারা একটি দুর্দান্ত কাজ করছে। এটি প্রয়োজন। তারা যা করতে হবে তাই করছে।

এদিকে শনিবার পেনসিলভানিয়ায় হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কানে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর