ভ্রমণ
বিদেশে এখন
0

ভেনিস ঘুরতে দ্বিগুণ ফি গুণতে হবে পর্যটকদের

পর্যটকদের জন্য এবার শহরে প্রবেশের ফি বাড়াচ্ছে ভেনিস কর্তৃপক্ষ। অতিরিক্ত পর্যটক চাপ সামাল দিতে ফি ৫ ইউরো থেকে বাড়িয়ে ১০ ইউরো করতে যাচ্ছে ইতালির সরকার। শহরের বাসিন্দাদের তুলনায় পর্যটক সংখ্যা বেশি হওয়ায় নগরীর স্থাপত্য আর পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

সারা বছর লাখ লাখ পর্যটক ভেনিসে আসেন গন্ডোলায় চড়তে বা ঐতিহ্যবাহী স্থাপত্য দেখতে। তবে এজন্য ৫ ইউরো'র ফি নিতান্তই কম মনে হচ্ছে ভেনিস কর্তৃপক্ষের কাছে। এবার পর্যটকদের চাপ কমাতে এই ফি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইতালির সরকার। এখন থেকে পর্যটকদের ভেনিস প্রবেশে দিতে হবে ১০ ইউরো ফি।

শহর কর্তৃপক্ষ বলছে, গণ পর্যটনের সঙ্গে তাল মেলাতেই বাড়ানো হচ্ছে ফি। ইতালির ভেনেতো অঞ্চলের শহর ভেনিসে গেল বছর পর্যটক গেছে ২ কোটি। চলতি বছরের এপ্রিলেই পর্যটকের ভিড় সামাল দিতে শহরে প্রবেশের ফি ৫ ইউরো করে ভেনিস কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটি আর সরকারি ছুটির দিনে কার্যকর ছিল এই ফি। তবে সেটাও পর্যটক কমাতে যথেষ্ট ছিল না।

অন্যান্য শহরের তুলনায় এখনও ভেনিসে ভ্রমণ তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এই শহরে পর্যটক সমাগম বেশি। তবে ইউনেস্কোর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ঐতিহাসিক স্থানগুলো রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরবাসীকে কিছুটা স্বস্তি দিতেই পর্যটক সমাগম কমাতে উদ্যোগ নিয়েছে ভেনিস কর্তৃপক্ষ। তারা বলছে, এই উদ্যোগের মধ্য দিয়ে শহরে স্থানীয় আর পর্যটকদের সংখ্যায় সামঞ্জস্য থাকবে। 

এই উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে শহর কর্তৃপক্ষ বলছে, রাজস্ব আদায়ের লক্ষ্যে নয়, ফি বাড়ানো হয়েছে অতিরিক্ত পর্যটক যেন শহরে না আসে, সেই লক্ষ্যে। প্রতিবছর প্রায় ২ কোটি পর্যটকের চাপ সামাল দেয় ভেনিস।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর