লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ভারতে আবারও উত্তাপ ছড়াচ্ছে বিধানসভার উপনির্বাচন। এক দল ছেড়ে অন্য দলে যোগ দেয়ায় ৭টি রাজ্যে শূন্য হয় বিধায়কের পদ। আগামী ১০ জুলাই ১৩টি শূন্য আসনে হবে ভোটগ্রহণ। এরমধ্যে পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় আসন মানিকতলা, রানাঘাট, বাগদা ও রায়গঞ্জ।
প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। লড়াই জমে উঠেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। যদিও গত নির্বাচনে ৪টি আসনের ৩টিই দখলে ছিল বিজেপির। তবে এবার লোকসভার ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয় পায় তৃণমূল।
রানাঘাট তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী বলেন, 'গত ৫ বছর কোনো উন্নয়ন হয়নি। তারা কোনো উন্নয়ন করতেও পারেনি।'
রানাঘাট বিজেপি প্রার্থী মনোজ কুমার বলেন, 'উন্নয়ন দেখতে দিল্লিতে যেতে হবে না। আমাদের পার্টি অফিসের দিকে তাকান এইযে ফ্লাইওভার, রাস্তাঘাট তা দেখলেই উন্নয়ন দেখতে পাবেন।'
তবে এবার চিত্র ভিন্ন। যার প্রভাব পড়েছে প্রচারণায়। ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে চলছে পেশী শক্তির লড়াই। বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে সহিংসতা ও বিশৃঙ্খলা।
স্থানীয়দের একজন বলেন, 'যেখানে যারা হেরেছে তাদের উপর চড়াও হচ্ছে। সংঘাত বেড়েই চলছে।'
বিজেপির অভিযোগ, উপনির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।