বিদেশে এখন
0

তাইওয়ানের সঙ্গে ৩৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের কাছে ৩৬ কোটি ডলারের ড্রোন আর ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


এই সামরিক সহায়তা দীপাঞ্চলটির রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা জরুরি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক সহযোগিতার মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র।

চীনের দাবি করা স্বায়ত্বশাসিত দ্বীপাঞ্চল তাইওয়ানকে বরাবরই সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যে কারণে অবনতি হচ্ছে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের।

চীনও এই দ্বীপাঞ্চলে সামরিক চাপ অব্যাহত রেখেছে। তাইওয়ান বলছে, এই সমরাস্ত্র পেলে যেকোন সময় চীনের সামরিক উপস্থিতির জবাব দিতে পারবে তাইওয়ান। যদিও এই ঘোষণাও আরও ক্ষিপ্ত হয়েছে চীন।

ইএ