ভারতের উত্তর প্রদেশে অযোধ্যার ফাইজাবাদ আসন হারিয়েছে কট্টর হিন্দুবাদী দলটি। মাত্র পাঁচ মাস আগেই রাম মন্দিরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনও রক্ষা করতে পারেনি ক্ষমতাসীন দলের ভোটব্যাংক।
হিন্দু দেবতা রামের কথিত জন্মভূমিতে নির্মিত মন্দিরটির জায়গাতেই আগে ছিল সংখ্যালঘু মুসলিমদের প্রার্থনাস্থল বাবরি মসজিদ। তিন দশক ধরে সেখানে রাম মন্দির নির্মাণের আশ্বাস দিয়ে আসছিল বিজেপি।
হিন্দু অধ্যুষিত ভারতে দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারণাজুড়ে প্রায় প্রতিটি সভায় বারবার রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি রক্ষার কথা ভোটারদের মনে করিয়ে দিয়েছিলেন বিজেপি নেতারা।
তাও বিজেপি এমপি লাল্লু সিংকে হারিয়ে ফাইজাবাদ আসনে জিতেছেন সমাজবাদী পার্টির প্রার্থী। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দলিত ও সংখ্যালঘুরা একজোট হয়ে বিজেপিকে হারিয়েছে অযোধ্যায়।