আকাশে আতশবাজির অগ্নিশিখা। কণ্ঠে কয়েক হাজার মানুষের জ্বালাময়ী স্লোগান। জার্মানির বার্লিন শহরে গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন শুরু হয়।
প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মধ্য দিয়ে বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারীরা। স্লোগানে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়লেও ধরপাকড় না চালিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হয়।
বার্লিন পুলিশের মুখপাত্র আঞ্জা ডিয়ারশেকে বলেন, ‘মিছিল ঘিরে আমরা কোনো পদক্ষেপ না নিলেও অপ্রীতিকর কিছু হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে, আগের বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের নামে কেউ ফৌজদারি অপরাধ করলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।’
১৯৮৭ সালের ১ মে বার্লিনে প্রথম দাঙ্গার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে দাঙ্গাবাজদের বিরুদ্ধে পুলিশের কৌশলগত লড়াই বাড়তে থাকায় উত্তাপ কিছুটা কমেছে বলে দাবি করা হচ্ছে।
চলতি বছর মে দিবসের আগের দিন বার্লিনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়, যা বিক্ষোভকারীদের সমান। এছাড়া মে দিবসের জন্য মোতায়েন রয়েছে ৬ হাজার পুলিশ সদস্য।