মিলানের সান সিরো স্টেডিয়ামে জার্মানিকে আতিথ্য দেবে ইতালি। অন্যান্য ম্যাচে পর্তুগাল খেলবে ডেনমার্কের মাঠে, ফ্রান্সকে স্বাগত জানাবে ক্রোয়েশিয়া আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রতিটি ম্যাচ শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে।
জার্মানি-ইতালি ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে থাকবে ইতালিয়ানরা। এখন পর্যন্ত ৩৮ দেখায় ইতালির জয় ১৫ ম্যাচে, অন্যদিকে জার্মানরা জিতেছে ১০ বার।
পরিসংখ্যানে বেশ খানিকটা এগিয়ে থেকে মাঠে নামবে পর্তুগালও। ডেনমার্কের বিপক্ষে ১৬ ম্যাচের ১১টিতেই জয় আছে ক্রিস্টিয়ানো রোনালদোদের।
এদিকে, স্পেন নেদারল্যান্ডস ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে ডাচরা। ১৩ ম্যাচের ৬ টিতেই জয় আছে তাদের। আর স্পেনের জয় ৫ ম্যাচে।