বৃষ্টির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টায় আমিরাতবাসী

পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

নজিরবিহীন বৃষ্টি আর বন্যার তাণ্ডব শেষে জলাবদ্ধতা থেকে উদ্ধারের চেষ্টায় ব্যস্ত দুবাই। যোগাযোগ ব্যাহত হওয়ায় নিত্যপণ্য সরবরাহে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মধ্যে দুঃসংবাদ আগামী সপ্তাহে আরও বেশি বৃষ্টির কবলে পড়তে পারে আমিরাতবাসী। এদিকে সাড়ে ১২শ' ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে লাখো যাত্রী।

২৪ ঘণ্টার কম সময়ে ২৫৫ মিলিমিটার বৃষ্টি। সাধারণত সংযুক্ত আরব আমিরাতের পুরো বছরের গড় বৃষ্টির দ্বিগুণ যা এবার একদিনেই দেখেন দুবাইয়ের বাসিন্দারা।

বৃষ্টি থেমে গেলেও স্থবির শহর। ব্যস্ত শহরের দৈনন্দিন রূপে ছন্দপতন অব্যাহত থাকলেও বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) থেকে চলছে বাসাবাড়ি, দোকানপাট, রাস্তাঘাটসহ ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজ। জলাবদ্ধতায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় খালি দোকানপাট, দেখা দিয়েছে নিত্যপণ্যের তীব্র সংকট।

বাসিন্দাদের একজন বলেন, 'মাত্রই দোকান থেকে এসেছি। পণ্য সরবরাহে সমস্যা চলছে। দুবাইয়ে এর আগে কিছু বড় ঝড় দেখলেও এমন ভয়াবহ বৃষ্টি আমি আর দেখিনি। মনে হয়েছিল যেন ভিন গ্রহের বাসিন্দারা হামলা চালিয়েছে। টানা বজ্রপাত হয়ে গেছে। সারা জীবনে এমনটা দেখিনি আমি।'

পারস্য উপসাগরের মরু অঞ্চলেও বৃষ্টিপাত বিরল নয়। বরং বৃষ্টির আগে বার্তা দিয়ে জানিয়ে বাসিন্দাদের আগাম সতর্কও করে দেয় প্রশাসন। তবে চলতি সপ্তাহের প্রলয়ঙ্কারী বৃষ্টির জন্য প্রস্তুত ছিল না দুবাইয়ের আবহাওয়া বিভাগও। ৭৫ বছরের ভয়াবহ বৃষ্টির ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বাসিন্দারা

আরেকজন বাসিন্দা বলেন, 'দুবাইয়ে আমার জন্ম, এখানেই বেড়ে উঠেছি। এই দেশে এরকম বৃষ্টি আমি আর কখনো দেখিনি। স্বাভাবিকভাবেই বেশ কঠিন সময় পার করছি। ভয়াবহ মাত্রায় বৃষ্টি হয়েছে।'

স্থানীয় আরেকজন বলেন, 'মাত্র দু'সপ্তাহ আগে নতুন বাসায় উঠেছি। এখনই এ অবস্থা। পানি চুঁইয়ে পড়ছে ওপর থেকে। এখন বাথরুমের পানি নিষ্কাশনের জায়গা থেকে ময়লা পানি বেরিয়ে আসছে, আরও বাড়ছে।'

১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ এ বৃষ্টিতে আন্তর্জাতিক ভ্রমণের অন্যতম কেন্দ্র দুবাই বিমানবন্দরে এখনও কাটেনি ফ্লাইটের জট। ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ায় দুবাই ও ঢাকা বিমানবন্দরে আটকে রয়েছেন কয়েক হাজার বাংলাদেশি যাত্রী।

গবেষকরা বলছেন, মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়ায় এমন চরম আবহাওয়া পরিস্থিতির। সামনে তাপমাত্রা আরও বাড়লে বাড়বে আর্দ্রতা। যা পারস্য উপসাগরীয় অঞ্চলে বন্যার ঝুঁকিও বাড়াবে। আগামী মঙ্গলবারই আরও বৃষ্টির আভাস দিয়েছে আমিরাতের আবহাওয়া বিভাগ।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা ইসরা আলনাকবি বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা তো থাকতেই পারে। তবে মনে রাখতে হবে এখন এপ্রিল মাস চলছে। বাতাসের চাপে দ্রুত পরিবর্তনের ফলে এ মাসে এ ধরনের চরম বা বিরল আবহাওয়া পরিস্থিতি অস্বাভাবিক নয়।'

এদিকে আরব আমিরাত ও ওমানে চরম আবহাওয়ার রেশ কাটার আগেই ভারী বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে এরই মধ্যে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানিবন্দি হাজার হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও কৃষি জমি।

ইএ

শিরোনাম
নানা মত থাকলেও বাংলাদেশ ঐক্যবদ্ধ, সবাই এক পরিবারের সদস্য; পহেলা বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক: আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সবাইকে নিজ নিজ রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান
দেশে সম্প্রীতি ও পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সবকিছু করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান
প্রধান উপদেষ্টার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বুদ্ধিস্ট ফেডারেশন
পহেলা বৈশাখে ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে: ডিএমপি কমিশনার; চারুকলায় ফ্যাসিস্টের মোটিফে আগুনের ঘটনায় দুষ্কৃতকারীরা শনাক্ত, সোমবার সকালের মধ্যেই গ্রেপ্তারের আশ্বাস
বর্ষবরণে রাজধানীসহ সব জায়গায় কঠোর নিরাপত্তা থাকবে: রমনা বটমূল পরিদর্শনের পর র‌্যাব ডিজি; উৎসবগুলোতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তা দেয়া হয়েছে
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার ১৮৪টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইন উপদেষ্টা; বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুট করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, লুট করেছে ৮৮ মিলিয়ন ডলার, লুট হওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার করা যায়নি
ঐকমত্য কমিশনের ৫ বিষয়ে ১৫৮টি প্রস্তাবনার মধ্যে ৫৬টিতে একমত, ২৪টিতে আংশিক একমত এবং ৭৮ বিষয়ে একমত নয় গণফোরাম ঐকমত্য কমিশনের ৫ বিষয়ে ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১০৯টিতে একমত, ২২টিতে আংশিক একমত এবং ৩৫টিতে একমত নয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
দক্ষিণ গাজার আল আলি হাসপাতালে ইসরাইলের বোমা হামলা; খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
কৃষ্ণা রাণীকে ছাড়াই নারী ফুটবল লিগে খেলতে ভুটানে গিয়েছেন সানজিদা, মারিয়া,মাসুরাসহ ৫ ফুটবলার
নানা মত থাকলেও বাংলাদেশ ঐক্যবদ্ধ, সবাই এক পরিবারের সদস্য; পহেলা বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক: আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সবাইকে নিজ নিজ রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান
দেশে সম্প্রীতি ও পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সবকিছু করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান
প্রধান উপদেষ্টার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বুদ্ধিস্ট ফেডারেশন
পহেলা বৈশাখে ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে: ডিএমপি কমিশনার; চারুকলায় ফ্যাসিস্টের মোটিফে আগুনের ঘটনায় দুষ্কৃতকারীরা শনাক্ত, সোমবার সকালের মধ্যেই গ্রেপ্তারের আশ্বাস
বর্ষবরণে রাজধানীসহ সব জায়গায় কঠোর নিরাপত্তা থাকবে: রমনা বটমূল পরিদর্শনের পর র‌্যাব ডিজি; উৎসবগুলোতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তা দেয়া হয়েছে
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজনৈতিক হয়রানিমূলক ৭ হাজার ১৮৪টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইন উপদেষ্টা; বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুট করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, লুট করেছে ৮৮ মিলিয়ন ডলার, লুট হওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার করা যায়নি
ঐকমত্য কমিশনের ৫ বিষয়ে ১৫৮টি প্রস্তাবনার মধ্যে ৫৬টিতে একমত, ২৪টিতে আংশিক একমত এবং ৭৮ বিষয়ে একমত নয় গণফোরাম ঐকমত্য কমিশনের ৫ বিষয়ে ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১০৯টিতে একমত, ২২টিতে আংশিক একমত এবং ৩৫টিতে একমত নয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
দক্ষিণ গাজার আল আলি হাসপাতালে ইসরাইলের বোমা হামলা; খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
কৃষ্ণা রাণীকে ছাড়াই নারী ফুটবল লিগে খেলতে ভুটানে গিয়েছেন সানজিদা, মারিয়া,মাসুরাসহ ৫ ফুটবলার