বিদেশে এখন
0

বিজেপিকে ভোট চোর বললেন মমতা

ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গে জমে উঠেছে দুই দলের কথার লড়াই। এবার চারশ'র বেশি আসন প্রত্যাশা করছেন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলছেন, ভোটের সময় আসলেই বিজেপি ভোটের পাখি হিসেবে উড়ে আসে।

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের চলছে নানা কৌশল। বরাবরের মতো পশ্চিমবঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে জমে উঠেছে কথার লড়াই।

ক্ষমতাসীন বিজেপি নেতা নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় বাংলার মানুষের কাছে সবচেয়ে বেশি ভোট আশা করেন। এবার নির্বাচনে চারশ'র বেশি আসনে জয় চান তিনি। মোদির প্রত্যাশা মানুষ এবার বিজেপিকে ভোট দেবে আর তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়বে।

তৃণমূলের কঠোর সমালোচনা করে মোদি বলেন, 'দুর্নীতিবাজদের জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের কারণে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ।'

দেশবাসীকে বিনামূল্যে রেশন দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তার মতে নির্বাচনের আগে নানা ছলছাতুরি করে ভোটারদের বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে বিজেপিকে পকেটমারের ও লুটেরাদের দল বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে টাকা আয় করছে দলটি। মমতা বলেন, 'সারা বছর এই বাংলায় তাদের দেখা মেলে না। ভোটের সময় উড়ে আসে বিজেপির এই ভোটের পাখিরা।'

মমতা জোর দিয়ে বলেন, 'বিজেপিকে ভোট দিলে এই দেশে আর কোনো দিন ভোটের আয়োজন হবে না। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলবে। বাংলা থেকে যেন একটি ভোটও বিজেপি না পায়। ক্ষমতাসীন বিজেপির ভোট চুরি ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভোটের মাধ্যমেই তাদের জবাব দেয়া হবে।'

নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার নিয়ে সমালোচনায় মেতে উঠে কংগ্রেসসহ অন্যান্য দল। তাদের অভিযোগ খালি মাঠে গোল দিতে মোদি তাদের নেতাদের গ্রেপ্তার করেছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
স্লট বুকিং বন্ধ করে দেয়ায় আমদানি হচ্ছে না পেঁয়াজ ও আলু

বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট

ঘুষ কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের পর বিভিন্ন দেশে ঝড়ের মুখে আদানি গ্রুপ

জম্মু ও কাশ্মীর ইস্যুতে বিধানসভায় ধস্তাধস্তি

পশ্চিমবঙ্গে জমে উঠেছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় সাতক্ষীরা উপকূলের মানুষ

আধুনিক টার্মিনাল চালু হলেও সংকট কাটেনি পেট্রাপোল স্থলবন্দরে

কালীপূজার আগ মুহূর্তে বাজি কেনার হিড়িক পশ্চিমবঙ্গে

ঘূর্ণিঝড় দানা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে
ঘূর্ণিঝড় দানা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ডানা

সাগর তীরবর্তী এলাকায় জরুরি সতর্কতা

দুর্নীতি ও পাচার হওয়া টাকা ফেরতে কমিশন গঠন করতে হবে: পার্থ