পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত আমিরাতে

৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত আর অস্থিতিশীল আবহাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বুধবার ( ১৭ এপ্রিল) আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুবাইতে সাধারণত এসময়ে তাপমাত্রা ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। শুষ্ক আর গরম মৌসুমের দেশে হঠাৎ টানা বৃষ্টিতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন।

সোমবার (১৫ এপ্রিল) গভীর রাত থেকে মঙ্গলবার দিনভর সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু রাস্তা পানিতে ডুবে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণের জন্য সর্তকতা জারি করেছে কর্তৃপক্ষ। সরকারি কর্মকর্তাদের ঘরে থেকেই অফিস করার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার বৃষ্টিতে দুবাই বিমানবন্দরের একটি রানওয়ে ডুবে গেছে। রানওয়েতে পানি থাকায় দেশটির বিমান সংস্থা ফ্লাই দুবাই বুধবার সকাল ১০টা পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, তীব্র ঝড়ের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ২৫ মিনিটের জন্য বন্ধ ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ৪৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিপাকে পড়েন যাত্রীরা।

অন্যদিকে দেশটির কিছু কিছু সড়ক পানিতে ডুবে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়। রাস্তায় চলাচলের সময় বন্যার পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাবার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন্যাপ্রবণ ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। নাগরিকদের আগামী কয়েক দিনের মধ্যে সমুদ্রে যাওয়া এবং পাহাড় ও উপত্যকা পরিদর্শন করা থেকেও বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৪৯ সালের পর যা সর্বোচ্চ।

ইএ