বিদেশে এখন
0

ইউরোপেজুড়ে বিমানের যাত্রী সেবা চালু হচ্ছে

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বিমানের যাত্রী সেবার পরিধি আরও বাড়ছে। ইতালিতে বিমান পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিস্টাল জিএসএ জানায়, এক টিকিটে বিমান ইতালির অন্যান্য শহর ও ইউরোপেজুড়ে যাত্রী সেবা চালু করতে যাচ্ছে।

ইতালির বাজারে বিমান পরিচালনায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডিস্টাল জিএসএ ইতালিয়া। এয়ারলাইন্স এবং পর্যটন খাতে সক্রিয় সংস্থাগুলোকে সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। ১৯৮১ সালের ২ এপ্রিল ইতালিতে বিমান সার্ভিস শুরু হওয়ার পর থেকে বিমান পরিচালনায় ডিস্টাল অ্যান্ড আইটিআর গ্রুপ কাজ করে আসছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার (ইতালি) আবদুল্লাহ আল হোসাইন বলেন, ‘ডিস্টাল জিএসএ’র সঙ্গে আমাদের একটি সম্পর্ক তৈরি হয়েছে। তাদের সহযোগিতা সবসময় পেয়েছি এবং এখনও তাদের সহযোগিতা পাচ্ছি। আমরা আশা করি, আগামী দিনেও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।’

ডিস্টাল জিএসএ ইতালিয়ার সঙ্গে সুসম্পর্কের কারণে বিমানের লাভবান হওয়ার কথা বলছেন ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানের মালিকরা।

রুপসী বাংলা ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত রনি বলেন, ইতালিতে বিমান পরিচালনায় ডিস্টাল জিএসএ’র সম্পর্ক বহুদিনের। নতুন চুক্তিতে বিমানের সঙ্গে ডিস্টাল ও ট্রাভেল এজেন্টদের সুসম্পর্কের কারণে বিমান আরও বেশি লাভবান হবে।

আর এই ধারাবাহিকতায় ১ মে থেকে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ হতে বিমানের যাত্রী সেবার পরিধি বাড়ছে। কোড শেয়ারিং করে অন্য শহর বা দেশ থেকে ইতালিয়ান এয়ারলাইন্স ইতা এয়ারওয়েজের মাধ্যমে একই টিকিটে রোম এয়ারপোর্টে ট্রানজিট করে সরাসরি দেশে যেতে পারবেন বিমান যাত্রীরা।

ইতালির ডিস্টাল জিএসএ’র কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সেসকো ভেনেজিয়ানো বলেন, ‘বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য আমরা বিমান সেবা আরও বাড়িয়েছি।’

বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সিগুলো মনে করছে, নতুন এই যৌথতায় ইউরোপের বাজারে লাভ করাসহ সুনাম অর্জন করবে বাংলাদেশ বিমান।