ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বিমানের যাত্রী সেবার পরিধি আরও বাড়ছে। ইতালিতে বিমান পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিস্টাল জিএসএ জানায়, এক টিকিটে বিমান ইতালির অন্যান্য শহর ও ইউরোপেজুড়ে যাত্রী সেবা চালু করতে যাচ্ছে।