‘ন্যাটোতে যোগ দেবে ইউক্রেন’

0

হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৭শ’ ৭১তম দিন শেষ হলো। খারকিভে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

এই হামলার পর প্রায় সাড়ে ৩ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে রাশিয়া অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভের হামলায় ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের শেষদিন ছিলো বৃহস্পতিবার। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনকে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সম্মত হয়েছে ন্যাটো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, শেষ পর্যন্ত ন্যাটোতে যোগদান করতে পারবে ইউক্রেন। এই সম্মেলনের মাধ্যমে ইউক্রেনের ন্যাটো সদস্যপ্রাপ্তির রূপরেখা চূড়ান্ত হবে। আমরা অনেক কাজ করেছি, আরও কিছু কাজ বাকি আছে।