বিদেশে এখন
0

১৫ রমজান পর্যন্ত ৮০ লাখ মুসল্লির ওমরাহ পালন

রমজানে সৌদি আরবে ওমরাহ পালনে ঢল নেমেছে মুসল্লিদের। রমজানের প্রথম ১৫ দিনে ওমরাহ পালন করেছেন ৮০ লাখেরও বেশি মুসল্লি।

ওমরাহ পালনে প্রতিবছরই রমজানে সৌদি আরবের বিভিন্ন প্রান্তসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাবা শরীফে ছুটে এসেছেন হাজারও মুসল্লি। তাদের সুবিধায় সরকারের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

রাজধানী রিয়াদের বাথা থেকে ওমরাহ পালনে মুসল্লিদের নিয়ে মক্কা ও মদিনার উদ্দেশ্যে প্রতিদিন যাতায়fত করছে শতাধিক বাস। ইবাদত বন্দেগীর পাশাপাশি ইসলামিক নানা ঐতিহাসিক স্থান ঘুরে দেখছেন অনেকে।

বিশ্বের নানা প্রান্তের মুসল্লিদের পাশাাপাশি, ৩ দিন ও ৫ দিনের ওমরাহ পালন করছেন সৌদি আরবের নাগরিকরা। প্রতিদিন রিয়াদ থেকেই ওমরাহ'র উদ্দেশে যাচ্ছেন প্রায় ৫ হাজার মুসল্লি। মুসল্লিদের সুবিধায় মক্কা ও মদিনাজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ইএ