বিদেশে এখন
0

ফের রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে পুতিন

৮৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দাবি করেছেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পুতিনই এগিয়ে আছেন।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ফল ঘোষণা করা হয়নি। তার আগেই দলীয় কর্মীদের সমাবেশে বিজয়ীর ভাষণ দিয়ে ভোটারদের ধন্যবাদ জানান পুতিন। এমনকি অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা স্বচ্ছ বলেও দাবি করেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ঘোষণা অনুযায়ী ৪ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন পুতিনের প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ।

রোববার (১৭ মার্চ) বিরোধীরা ভোটকেন্দ্রগুলোর সামনে পুতিনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করলেও তার জয় প্রতিরোধ করতে পারেনি। বিপুল ব্যবধানের এই জয়ে ২০০ বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে শাসনকারী ব্যক্তিতে পরিণত হতে যাচ্ছেন পুতিন। তিনদিনের ভোটে রাশিয়াব্যাপী ভোটারের উপস্থিতি ছিল ৭৪ শতাংশের বেশি, যা ২০১৮ সালে ভোটারের উপস্থিতির তুলনায় বেশি।