বিদেশে এখন
0

ট্রাম্প না জিতলে মার্কিন গণতন্ত্রের পতন হবে!

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় না হলে এর মধ্য দিয়ে শুরু হবে দেশটির গণতন্ত্রের ভরাডুবি, মন্তব্য সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের।

শনিবার (১৬ মার্চ) ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ট্রাম্প বলেছেন, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি না জিতলে পতন ঘটবে মার্কিন গণতন্ত্রের।

এর আগে অবশ্য আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক শিবিরের ষড়যন্ত্রের কারণে ২০২০ সালের নির্বাচনে পরাজয় হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প।

ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবির থেকে চলতি বছরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেন আর ট্রাম্পই আবার মনোনয়ন পাবেন বলে জোরালো হচ্ছে সম্ভাবনা।

ইএ