বিদেশে এখন
রাশিয়ায় তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিন আজ
আকাশপথে হামলার মাধ্যমে ভোট বাধাগ্রস্ত করছে ইউক্রেন। রোববার (১৭ মার্চ) এমন অভিযোগ করেছে মস্কো।

ব্যাপক বোমাবর্ষণের কারণে রাশিয়ার বেলগোরোদ শহরে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ইউক্রেনের ছোঁড়া আটটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংসের কথা জানিয়েছে ক্রেমলিন।

এর আগে, দোনেৎস্ক-লুহানস্কসহ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের পুতিন প্রশাসনের ভোটে অংশ না নিতে অনুরোধ করে কিয়েভ।

ধারণা করা হচ্ছে, প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন এ নির্বাচনের মাধ্যমে আরও ছয় বছরের জন্য ক্ষমতায় আসতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

স্থানীয় প্রশাসনের তথ্য, প্রথম দু'দিন ভোট দিয়েছেন অর্ধেকের বেশি ভোটার।

ইএ