ব্যাপক বোমাবর্ষণের কারণে রাশিয়ার বেলগোরোদ শহরে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ইউক্রেনের ছোঁড়া আটটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংসের কথা জানিয়েছে ক্রেমলিন।
এর আগে, দোনেৎস্ক-লুহানস্কসহ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের পুতিন প্রশাসনের ভোটে অংশ না নিতে অনুরোধ করে কিয়েভ।
ধারণা করা হচ্ছে, প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন এ নির্বাচনের মাধ্যমে আরও ছয় বছরের জন্য ক্ষমতায় আসতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।
স্থানীয় প্রশাসনের তথ্য, প্রথম দু'দিন ভোট দিয়েছেন অর্ধেকের বেশি ভোটার।