বিদেশে এখন
0

মিয়ানমারের রাখাইনে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন

মিয়ানমারের প্রায় ৮০টি শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা সরকার। এছাড়া রাখাইনের ১৭টি শহরের সবগুলোতে ইন্টারনেট ও ফোন লাইন কেটে দেয়া হয়েছে।

মিয়ানমার জান্তা সরকারের যোগাযোগ ব্ল্যাকআউটের কবলে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ১৭টি শহরের সবগুলো। সাগাইং অঞ্চলের ৩৪টি শহরের ২৭টি ও কায়াহ প্রদেশের সাতটি শহরের মধ্যে পাঁচটিই যোগাযোগ বিচ্ছিন্ন। তালিকায় আরও আছে শান, চিন, কাচিন ও মোন প্রদেশ এবং তানিনথারই, মাগউই, বাগো ও আয়ারবতী অঞ্চল।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, সবমিলিয়ে প্রায় ৮০টি শহরে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন করেছে জান্তা সরকার। বিশেষ করে রাখাইনে প্রাদেশিক রাজধানী সিতওয়েতে সেনানিয়ন্ত্রিত টেলিকম প্রতিষ্ঠান মাইটেলের সেবা বন্ধ এক মাস ধরে। ১৬ ফেব্রুয়ারি থেকে ওয়াইফাই ও মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় অধিকার সংস্থা আথান বলছে, বিদ্রোহীদের দুর্বল করার কৌশল হিসেবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করছে জান্তা সরকার। ওয়াশিংটনভিত্তিক ফ্রিডম হাউজের গেলো বছরের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার প্রশ্নে চীনের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি মিয়ানমারে।

উত্তরের রাখাইন রাজ্যজুড়ে গেলো নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে আরাকান আর্মি। বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত রাখাইন ও দক্ষিণের চিন প্রদেশের ১৮০টি সামরিক ঘাঁটি এবং ১০টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী।

রাখাইনের দক্ষিণ উপকূলে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে অবস্থিত রামরি শহরও আরাকান আর্মির দখলে। দফায় দফায় স্থল ও বিমান হামলা চালিয়েও শহরটি পুনরুদ্ধার করতে পারেনি জান্তা।