বিদেশে এখন
ওডিসিয়াসের ছবিতে চাঁদের শোমবার্গার খাদ
চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত শোমবার্গার খাদের ছবি তুলেছে রোবট ল্যান্ডার ওডিসিয়াস।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ছবিটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস।

চাঁদে অবতরণের পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর হিসেবে ৭ দিন কাজ করবে সৌরশক্তিচালিত ওডিসিয়াস। এরই মধ্যে পাথরে হোঁচট খাওয়ায় কাজে সাময়িক বিরতি দিয়েছে রোবটটি।

ইনটুইটিভ মেশিনসের দাবি, রোবটটি সচল ও ঠিকঠাক আছে। পাথরের ওপর মাথা রেখে কাত হয়ে সেটি বিশ্রাম নিচ্ছে। বিশ্বের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে চাঁদে মহাকাশযান পাঠিয়ে বৃহস্পতিবার ইতিহাস গড়ে ইনটুইটিভ মেশিনস। এ খবরে পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৩৮ শতাংশ।

ওডিসিয়াসের মাধ্যমে দীর্ঘ ৫২ বছর পর চাঁদের বুকে পৌঁছায় কোন মার্কিন মহাকাশযান। চলতি দশকের শেষে চাঁদে আবারও নভোচারী পাঠানোর পরিকল্পনা সামনে রেখে সেখানকার পরিবেশ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

এওয়াইএইচ