নিজের নামে জুতোর ব্র্যান্ড চালু ট্রাম্পের

0

নিজের নামে দামী জুতোর নতুন ব্র্যান্ড চালু করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা আর নিউইয়র্কে দুই বছরের জন্য ব্যবসায়িক কার্যক্রমে নিষিদ্ধ হওয়ার পরদিনই ‘ট্রাম্প স্নিকার্স’ যাত্রা শুরু করলো।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে শনিবার স্নিকার জুতোর ব্র্যান্ড শো রুম উদ্বোধন করেন ট্রাম্প। নতুন একটি ওয়েবসাইটে তার নামে ব্র্যান্ডেড 'নেভার সারেন্ডার হাই-টপস' স্নিকারের দাম প্রতি জোড়া ৩৯৯ ডলার বলে জানিয়েছে এবিসি নিউজ। এ ব্র্যান্ডের আরও কিছু জুতো রয়েছে।

এছাড়া ভিক্টরি ফোর্টি সেভেন নামে সুগন্ধি বাজারে ছেড়েছেন ট্রাম্প, যার প্রতি বোতলের মূল্য ৯৯ ডলার। নভেম্বরের নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপ্রধান হবেন তিনি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বার্তা হিসেবে ট্রাম্পের প্রচারণা শিবির অনলাইনে সুগন্ধী পণ্যটি নিয়ে পোস্ট দিলেও ওয়েবসাইট কর্তৃপক্ষের দাবি, এর সঙ্গে ট্রাম্পের নির্বাচনে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই।