বিদেশে এখন
সম্পূর্ণ রুশ মালিকানায় চলে যাচ্ছে ইয়ানডেক্স
রাশিয়ার গুগল হিসেবে পরিচিত ইয়ানডেক্স প্রযুক্তি প্রতিষ্ঠান বিক্রি হয়ে যাচ্ছে। দেশটির কয়েকজন বিনিয়োগকারী ৫২০ কোটি ডলারে কোম্পানিটি কিনে নিচ্ছেন। এর মাধ্যমে এটি সম্পূর্ণ রুশ মালিকানায় পরিণত হবে।

নব্বই-এর দশকের শেষদিকে প্রযুক্তির বাজারে আসে ইয়ানডেক্স। সার্চ ইঞ্জিন, বিজ্ঞাপন, ইমেইল, ই-কমার্স, ক্লাউড সেবা ও স্ট্রিমিংয়ের মতো অনলাইন সেবার জন্য রাশিয়ায় গুগলের বিকল্প হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।

২০১১ সালে নেদারল্যান্ডসে নিবন্ধিত ইয়ানডেক্স এনভি'র মাধ্যমে কোম্পানিটি নাসদাকের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। পশ্চিমা বিনিয়োগকারীদের হাতে কোম্পানিটির প্রায় ৮৮ ভাগ শেয়ারের মালিকানা ছিল। বিশ্বের প্রায় ৩০টি দেশে কোম্পানিটির অফিস আছে।

যদিও অভিযোগ রয়েছে রুশ সরকার ইয়ানডেক্সকে বহুদিন ধরেই নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোম্পানির প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠতা নিয়েও নানা সমালোচনা হয়। রুশ জনগণের কাছ থেকে ইউক্রেন যুদ্ধের তথ্য গোপন করার অভিযোগও ওঠে ইয়ানডেক্সের বিরুদ্ধে। আবার রাশিয়ার প্রচার ও সমালোচনামূলক বিষয়গুলো গোপন করার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার মুখে পড়ে কোম্পানিটি।

পরিস্থিতি জটিল হয়ে পড়ায় এবার রাশিয়ার কাছেই পুরো কোম্পানি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়ানডেক্স। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী নতুন মালিক হবে কনসোর্টিয়াম ডটফার্স্ট, বড় তেল কোম্পানি লুকঅয়েলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী। তবে কার অধীনে কতটুকু মালিকানা থাকবে এবং কীভাবে পরিচালনা হবে তা এখনও পরিস্কার নয়।

বিক্রির চুক্তি অনুযায়ী, ব্যবসায়িক গোষ্ঠীটিকে ৪৭৫ বিলিয়ন রুবল দিতে হবে। তবে এই পরিমাণ অর্থ পরিশোধের শর্ত দেয়া হয়েছে চীনা মুদ্রা ইউয়ানে। আর বাকি অর্থ পরিশোধ হবে শেয়ারের মাধ্যমে। এদিকে রাশিয়া দাবি করছে, কোম্পানিটি বিক্রি হলেও তা স্বাধীনভাবে কাজ করবে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরই বিদেশি মালিকানাধীন অনেক কোম্পানি রাশিয়া ছাড়তে শুরু করে। বেশকিছু কোম্পানি তাদের সম্পদ রাশিয়ায় ফেলে আসে এবং অনেকে লোকসান দিয়ে সম্পদ বিক্রি করে। এর মধ্যেই বিদেশি কোম্পানিগুলোকে ৫০ শতাংশ দাম ছাড়ের শর্ত দেয় ক্রেমলিন। যার ফাঁদে পড়ে ইয়ানডেক্স। ২০২১ সালে কোম্পানিটির বাজার মূলধন উঠেছিল ৩ হাজার কোটি ডলার। তবে এখন ছয় ভাগের এক ভাগ দামে বিক্রি হচ্ছে।

এর আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালকোহল প্রস্তুতকারক ডাচ কোম্পানি হাইনিকেন মাত্র এক ইউরোর বিনিময়ে রাশিয়ার আর্নেস্ট গ্রুপের কাছে সব সম্পদ বিক্রি করে দেয়। ডেনমার্কের মদ প্রস্তুতকারক কার্লসবার্গ ও ফ্রান্সের দই প্রস্তুতকারক কোম্পানি ড্যানোনও সব সম্পদ বিক্রি করে রাশিয়া ছেড়ে যায়।

এওয়াইএইচ