বিদেশে এখন
0

যুদ্ধবিরতিতে সম্মত মিয়ানমারের বিদ্রোহী জোট ও জান্তা

চীনের মধ্যস্থতায় মিয়ানমারের বিদ্রোহী জোট ও জান্তা সরকার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সামরিক অভ্যুত্থানের প্রায় তিন বছর পর দেশটি থেকে কোন সমঝোতার খবর এলো। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

২০২১ সালে মিয়ানমারের অং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তারা। এরপর দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় নতুন মোড় নেয় সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই।

গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গত বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স ও জান্তা প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চুক্তি স্বাক্ষরে সম্মত হয় দুই পক্ষ।