বিদেশে এখন
0

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলের প্রধানকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলের প্রধান লি জে মিয়ুং ছুরিকাঘাতে আহত হয়েছেন। আর হামলাকারীকে আটক করা হলেও এখনও হামলার কারণ জানা যায়নি।

বন্দর নগরী বুসানের নতুন বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন দেশটির ডেমোক্রেট দলের প্রধান লি জে মিয়ুং। এর মাঝে এক ব্যক্তি লি'র অটোগ্রাফ নিতে আসেন। আর তখনই ছুরি বের করে তার ওপর হামলা করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে এমনই এক ছুরিকাঘাতের খবরে দক্ষিণ কোরিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতার মধ্যেই অজ্ঞাত পরিচয়ধারী হামলাকারীকে আটক করা হয়। অন্যদিকে জ্ঞান থাকা অবস্থায় মিয়ুংকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ুন সুক ইয়ুলের কাছে দেশটির ইতিহাসে মাত্র ০.৭৩ শতাংশ ভোটের ব্যবধানে মিয়ুং পরাজিত হন। ধারণা করা হচ্ছিলো, আগামী নির্বাচনেও ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। হামলাকে ন্যাক্কারজনক মন্তব্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল।

দক্ষিণ কোরিয়ায় আগ্নেয়াস্ত্র আইন কঠোর হওয়ায় অনেক ক্ষেত্রে ছুরির মাধ্যমে সহিংসতার আশ্রয় নেয়া হয়। সবশেষ ২০০৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা পার্ক জিউন-হাই এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হন।