মালয়েশিয়ায় বৈধতা নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। ইতোমধ্যে নিবন্ধন নিয়ে বৈধতা পেয়েছেন বহু বাংলাদেশি, আরও অনেকে ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন। বৈধতার সুযোগ নিতে অনেকের প্রয়োজন হচ্ছে নতুন পাসপোর্ট। সবমিলিয়ে চলতি বছর পাসপোর্ট নবায়নের আবেদন বেড়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রবাসীদের হাতে নতুন পাসপোর্ট তুলে দিতে কাজ করছে হাইকমিশন। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি বছর পাসপোর্টের আবেদন পড়েছে প্রায় ২ লাখ। এর মধ্যে আগের আবেদনসহ প্রায় দুই লাখ ১৫ হাজার নতুন পাসপোর্ট বিতরণ করেছে হাইকমিশন, যা ২০২২ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি। হাইকমিশনারের নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে বলে জানান কর্মকর্তারা।
বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন বলেন, 'এ চ্যালেঞ্জ আমরা ২১ জন হাতে নিয়েছিলাম। কোন সময় রাত ১০টাও বেজে গেছে। কিন্তু আমাদের টার্গেট ছিল প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ায় আনতে হবে।'
প্রবাসীদের দ্রুত পাসপোর্ট সেবা দিতে আবেদন গ্রহণ ও বিতরণে কুরিয়ার ছাড়াও আগস্ট থেকে সরাসরি পাসপোর্ট বিতরণের উদ্যোগ নেয় হাইকমিশন। এ প্রক্রিয়াকে স্বাগত জানানোর পাশাপাশি সামনের দিনগুলোতে এ উদ্যোগকে চালু রাখার আহ্বান প্রবাসীদের। নবায়ন ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে।
এক প্রবাসী বলেন, সরকার বৈধ করার সুযোগ দিয়েছে এজন্য নতুন পাসপোর্ট করতে এসেছি। আগের চেয়ে দ্রুততম সময়ে পাসপোর্ট পাওয়া যাচ্ছে।
ইতোমধ্যে ই-পাসপোর্ট সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছুটা দেরি হলেও জানুয়ারিতে এ সেবা শুরু করার আশা করছে হাইকমিশন।