ইউরোপে তীব্র তুষারপাত, মিউনিখে ৭৬০টি ফ্লাইট বাতিল

0

তীব্র তুষারপাতের কবলে পড়েছে ইউরোপের একাংশ। ট্রেন ও ফ্লাইট চলাচল বিঘ্নের কারণে জার্মানি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ডের হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। শুধু জার্মানির মিউনিখে শনিবার ৭৬০টি ফ্লাইট বাতিল হয়েছে।

সপ্তাহ ধরে চলা তুষারপাত জনজীবনে ভোগান্তি বাড়াচ্ছে। বরফে পিচ্ছিল সড়কে বেশকিছু দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে যানজটে নাকাল নগরবাসী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয়েছে বলে জানায় জার্মান আবহাওয়া বিভাগ।

যাত্রীরা বলেন, ‘বাধ্য হয়ে আমরা ট্যাক্সি ভাড়া করে এ পর্যন্ত এসেছি। আর বাস যে চলছে না আগে জানানো হয়নি। এখন ফিরবো কীভাবে, তাও জানি না।’

বরফে পিচ্ছিল সড়কে বেশকিছু দুর্ঘটনা ঘটেছে।

শুধু সড়ক নয়, রেল ও আকাশপথে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার দিনভর ফ্লাইট বাতিলের ওপর ছিল ব্যাভারিয়া। অন্তত স্থানীয় সময় রোববার সকাল ৬টা পর্যন্ত প্রাদেশিক রাজধানী মিউনিখের বিমানবন্দরে ফ্লাইট আসা-যাওয়ার কোনো সময়সূচি ছিলো না। মিউনিখ থেকে দূরপাল্লার সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রেলস্টেশন ও বিমানবন্দরে কয়েক হাজার যাত্রী আটকা পড়ে আছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জার্মানির অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টে বিনোদন কেন্দ্রগুলো সচল রাখতে সড়কে নিয়মিত তুষার পরিষ্কার চলছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বড়দিনের কেনাকাটা বন্ধ রয়েছে।